আবারও মাদক নিচ্ছেন, প্রাক্তন স্ত্রীর দাবির পর মুখ খুললেন নোবেল - Tottho kontho

Breaking

Home Top Ad

Post Top Ad

আবারও মাদক নিচ্ছেন, প্রাক্তন স্ত্রীর দাবির পর মুখ খুললেন নোবেল

 


রিহ্যাব থেকে ফিরে আবারও নেশার জগতে ডুব দিয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল, এমন দাবি করেছেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ।


সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নোবেলকে উদ্দেশ্য করে সালসাবিল মাহমুদ লেখেন, “ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে চলে আসবে। যে যেটাতে অভ্যস্ত, সেটাই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসার জন্য শুধু ক্ষণিকের অপেক্ষা।”


এক ভক্তের মন্তব্যের জবাবে সালসাবিল বলেন, “রিহ্যাব থেকে বের হওয়ার পর নোবেলের খাবার কেনার টাকা নেই। মাফ না করলেও আমি খাবার কেনার টাকা দিয়েছি, উবার ভাড়া নেই তাও দিলাম। তিন মাস ভালো হওয়ার নাটক করল, দ্রুত একটি শো আসছে। আবার ড্রাগ শুরু করেছে এবং সাথে ৫-৭টি বান্ধবী রয়েছে।”


সালসাবিলের অভিযোগ সত্যি কি না, সেই প্রশ্নের জবাবে নোবেল জানান, সালসাবিলের সঙ্গে দেড় বছর ধরে তাঁর যোগাযোগ নেই। যদিও সালসাবিলের দাবি ছিল, গত কয়েক মাস ধরে নোবেল তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।


নোবেল বলেন, “এ নিয়ে আমি কী বলব? তার সঙ্গে প্রায় দেড় বছর ধরে কোনো যোগাযোগ নেই। দেখাসাক্ষাৎ নেই।” 


তিনি আরও বলেন, “এ ধরনের মন্তব্য শুনে কিছু বলারও থাকে না। আমার একজন এক্স ওয়াইফ, আমাকে নিয়ে সে কী বলল, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তার মন্তব্য নিয়ে আমার কিছু যায়-ও আসে না।”


প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। এরপর বিভিন্ন বিতর্কের কারণে তাঁদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়।

আরো নিউজ পেতে totthokontho সাথে থাকুন

Post Bottom Ad

Pages