২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে চলছে উত্তেজনাপূর্ণ ম্যাচ। জিম্বাবুয়ে এবারের টুর্নামেন্টে রানের দিক থেকে নিজেদের দলীয় সর্বোচ্চ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে।
বুধবার (২৩ অক্টোবর) নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচে সিকান্দার রাজা ৪৩ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিম্বাবুয়েকে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রানে পৌঁছে দেয়। এটি বর্তমানে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রান।
রাজা ৩৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করে টি-টোয়েন্টি ইতিহাসের যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। এছাড়াও ক্লাইভ মাডান্ডে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নেন।
ম্যাচে জিম্বাবুয়ে ২৭টি ছক্কা হাঁকায়, যা এই ফরম্যাটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড। গাম্বিয়ার বোলাররা সেদিন বেশ অসহায় ছিলেন; বিশেষ করে মুসা জোরবাতেহ, যিনি ৪ ওভারে ৯৩ রান দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দলগত সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নেপালের, যিনি গত বছরের সেপ্টেম্বরে ৩১৪ রান করেছিল। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৯৭ রান।
আরো নিউজ পেতে totthokontho সাথে থাকুন