আবার আসছে সিআইডি, রয়েছে চমক - Tottho kontho

Breaking

Home Top Ad

Post Top Ad

আবার আসছে সিআইডি, রয়েছে চমক


 হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’ ফিরে আসছে। শেষবার ২০১৮ সালের ২৭ অক্টোবর এই ধারাবাহিকটির শেষ পর্ব সম্প্রচারিত হয়েছিল। টানা ২০ বছর ধরে চলা এই শো-টির মোট পর্ব সংখ্যা ছিল ১৫৪৭।

কেন ৬ বছর পর নির্মাতারা আবারও ফিরিয়ে আনলেন ‘এসিপি প্রদ্যুম্ন’, ‘দয়া’ এবং ‘অভিজিৎ’? জানা গেছে, এর পিছনে রয়েছে দর্শকদের অন্তহীন আগ্রহ।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআইডির নির্মাতাদের পক্ষ থেকে শো-এর কিছু ঝলক প্রকাশ করা হয়েছে। একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায় ‘এসিপি প্রদ্যুম্নকে’, যিনি কালো অন্ধকার রাত চিরে গাড়ির হেডলাইটের আলোতে উদ্ভাসিত হচ্ছেন। মুষলধারে বৃষ্টি পড়ছে, আর কালো ওভারকোট পরা ‘এসিপি প্রদ্যুম্ন’ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন। ভিডিওর আবহে শোনা যাচ্ছে সিআইডির ক্লাসিক থিম মিউজিক, এবং শেষে একটি গুলির শব্দ আসে, যা ইঙ্গিত দেয় যে নতুন সিজনে আরও বেশি অ্যাকশন থাকবে। এই ঝলক দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই শুরু হয়ে গেছে। কেউ লিখেছেন, ‘ছোটবেলা ফিরে এল’, আর আরেকজন বলেছেন, ‘উত্তেজনার পারদ চরমে। শৈশবের স্মৃতি উস্কে দিল এই ঝলক।’


জানা গেছে, চলতি বছরের নভেম্বরে শুরু হতে চলেছে ‘সিআইডি’র নতুন সিজনের শুটিং। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শো-এর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, নির্মাতাদের পক্ষ থেকে সিআইডির নতুন সিজনের প্রস্তাব পেয়ে দারুণ খুশি ধারাবাহিকের অভিনেতারা।


প্রসঙ্গত, ১৯৯৮ সালে বিপি সিংহ পরিচালিত সিআইডি শুরু হয়েছিল। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নের চরিত্রে অভিনয় করেছেন শিবাজি সত্যম, আর দয়ার চরিত্রে ছিলেন দয়ানন্দ শেঠি। এক সময় এই সিরিয়াল থেকে অনেক তারকা উঠে এসেছেন। 


এসিপি প্রদ্যুম্ন, দয়া এবং অভিজিৎ ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট। এবারও এই ধারাবাহিকের সেই ত্রয়ীর পাশাপাশি দেখা যাবে নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদ প্রমুখ অভিনেতাদের।

আরো নিউজ পেতে totthokontho সাথে থাকুন



Post Bottom Ad

Pages