ওমানে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল হংকংয়ের, যেখানে বাংলাদেশ জয় দিয়ে আসর শুরু করেছে। আগে ব্যাট করে বাবর হায়াতের ৮৫ রানের সাহায্যে হংকং ১৫০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয়লাভ করে।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩১ রানে প্রথম উইকেট হারায়। তরুণ প্রতিভাবান জিসান আলম ১১ বলে ১১ রান করে ফিরে যান, এবং সাইফ হাসানও ৬ বলে ৫ রান করে আউট হন। পারভেজ হোসেন ইমন ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
এ সময় অধিনায়ক আকবর আলি দলের হাল ধরেন। ইনিংসের ১২ ওভারে ইয়াসিম মোরতাজার বিপক্ষে ২১ রান সংগ্রহ করেন। পরের ওভারে তাওহিদ হৃদয় ২৯ রান করেন। আকবর ২৪ বলে ৪৫ রান করেন, যা ছিল ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো।
দলীয় ১২৯ রানের মাথায় আকবর বিদায় নেন। বাকি কাজটি সম্পন্ন করেন শামিম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি, যাঁরা যথাক্রমে ১৫ বলে ১৯ ও ৮ রানে অপরাজিত থাকেন। হংকংয়ের হয়ে ইহসান ১২ রানে ৩ উইকেট নেন।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে হংকং মাত্র ৯ রানে দুই ওপেনার হারায়। এরপর অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াতের ৬৫ রানের জুটিতে দলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। নিজাকাত ২০ বলে ২৫ রান করে আউট হন। বাবর হায়াত ৬১ বলে ৮৫ রান করে আউট হন।
বাংলাদেশের রিপন মণ্ডল ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। অন্যান্য উইকেট শিকার করেছেন আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফিজুর রহমান রাব্বি।
আরো নিউজ পেতে totthokontho সাথে থাকুন