রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের কারণে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) এ তথ্য জানা যায়। গত মাসে, ৫৯ জন এসআইকে শোকজ করা হয়, যাদের বিরুদ্ধে প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিল। ২১ অক্টোবর পুলিশের একাডেমির অধ্যক্ষের পক্ষ থেকে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত একটি চিঠিতে ১০ জনকে এবং ২৪ অক্টোবর আরেক চিঠিতে ৪৯ জনকে শোকজ করা হয়। এর আগে, ২৫২ জন প্রশিক্ষণার্থীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছিল। উল্লেখ্য, ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্ত করে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল, এবং তাদের ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষ করার পর এই মাসে পদায়নের কথা ছিল।
আরো নিউজ পেতে totthokontho সাথে থাকুন