মধ্যরাতে ‘মন্ত্রণালয় ঘেরাও’ নিয়ে যে বার্তা দিলেন সারজিস আলম - Tottho kontho

Breaking

Home Top Ad

Post Top Ad

মধ্যরাতে ‘মন্ত্রণালয় ঘেরাও’ নিয়ে যে বার্তা দিলেন সারজিস আলম


পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে, বর্তমানে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

কমিশন বাতিলের এই সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর এক পক্ষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দেন। এর পর, সেই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে কঠোর বার্তা দিয়েছেন সারজিস আলম।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে সারজিস আলম জানান, তিনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিলের প্রতিবাদে মাহিনের ঘেরাও কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। পোস্টে তিনি লেখেন, "বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন যে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি।" তিনি আরও জানান, "মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে।"

Post Bottom Ad

Pages